সারাদেশ

কিশোরগঞ্জে ১কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

কিশোরগঞ্জে ১কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১১ জুলাই ২০২৪, বিকাল ৩:০৩

কিশোরগঞ্জে এক কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার যশোদল ইউনিয়নের সিদ্ধেশ্বরী কালী বাড়ি মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতার মো. দেলোয়ার হোসেন দিলু (৪৫) কিশোরগঞ্জ সদর উপজেলার মধ্যপাড়া গ্রামের মৃত হাবু মিয়ার ছেলে। পুলিশ জানায়, গত রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার যশোদল ইউনিয়নের বানিয়াকান্দি এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ দিলুকে গ্রেফতার করা হয়।এ ঘটনায় গ্রেফতার আসামির বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।