ফরিদপুরের সালথায় ২০২৩-২৪অর্থ বছরে খরিপ-২/২০২৪- মৌসুমে রোপা আমন ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার (১০ জুলাই) দুপুর ২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সার ও বীজ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুদর্শন শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: মোরশেদা খানম। আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি অফিসার সুদীপ বিশ্বাস।
সাম্প্রতিক ঘূর্ণিঝড় রেমাল প্রকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ৫ কেজি আমন ধানের বীজ ও ২০ কেজি সার বিতরণ করা হয়।পর্যায়ক্রমে প্রকৃতিক দূর্যোগের ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক মোট ১৩ শত কৃষকের মাঝে এই সার ও বীজ বিতরণ করা হবে।
মতামত