বাগেরহাটের শরণখোলায় উপজেলার খোন্তাকাটা ইউনিয়নে পরকীয়া সম্পর্কের জেরে তিন সন্তানের জনক বাবু হাওলাদারের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন একই গ্রামের ডিভোর্সী আদুরী আক্তার।
মঙ্গলবার (৯ জুলাই) সন্ধায় খোন্তাকাটা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মৃত মাস্টার এনায়েত হাওলাদারের ছেলে তিন সন্তানের জনক প্রেমিক মোঃ বাবু হাওলাদারের (৩৮) বাড়িতে একই গ্রামের মোঃ জাকির সেফাইয়ের মেয়ে ডিভোর্সী আদুরি আক্তার (২১) পরকীয়া সম্পর্কের জেরে বিয়ের দাবি নিয়ে অবস্থান নেয়।
আদুরী আক্তার জানান, দীর্ঘদিন তাদের সাথে প্রেমের সম্পর্ক বিদ্যমান এবং বিয়ের প্রলোভনে একাধিকবার বাবুর সাথে তার শারীরিক সম্পর্ক হয়। এই সম্পর্কের কথা এলাকায় জানাজনি হলে বাবু আমাকে বিয়ে করবেন বলে স্বামীর সাথে ডিভোর্স করান। ডিভোর্স করানোর পর বাবু আমাকে বিয়ে না করে শারীরিক সম্পর্ক চালিয়ে আসছিলো। বর্তমানে বাবু বিয়ে করতে অস্বীকৃতি জানায় তাই কোনো উপায়ন্তর না দেখে বিয়ের দাবিতে বাবুর বাড়িতে এসেছি।
বিয়ের দাবিতে বাবু হাওলাদারের বাড়িতে অবস্থানের একপর্যায়ে আদুরী বিষ পানের চেষ্টা করেন। আদুরী আক্তার কে বাবুর বাড়িতে অবস্থানকালে মারধরের অভিযোগ পাওয়া যায়।
এ বিষয়ে প্রেমিক বাবু হাওলাদের কাছে জানতে চাইলে তিনি বলেন আমাকে ফাঁসানোর জন্য এই মেয়েকে দিয়ে ষড়যন্ত্র চালানো হচ্ছে। খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজু সরদার বলেন বিষয়টি অসামাজিক সুষ্ঠু তদন্ত করে বিচার করা হোক।
শরণখোলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকার মহিলা কনস্টেবল সহ ঘটনাস্থলে পৌঁছে আদুরি আক্তারকে উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ এ,ইচ,এম কামরুজ্জামান খান বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
মতামত