জামালপুরের মেলান্দহে বন্যার পানিতে গোসল করতে গিয়ে নিখোঁজের তিন ঘন্টা পর মোঃ সোহেল (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (৯ জুলাই) দুপুর ৩টার দিকে উপজেলার নাংলা ইউনিয়নের নৈলারঘাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। এর আগে দুপুর ১২ টার দিকে নিখোঁজ হয় সোহেল।
নিহত মোঃ সোহেল মিয়া (২২) মেলান্দহ পৌরসভার বাড়ইপাড়া এলাকার সৌকত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সোহেল ও তার কয়েকজন বন্ধুরা মিলে নৈলারঘাট এলাকায় বন্যার পানিতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে সোহেল পানিতে ডুবে যায়। সাথে থাকা বন্ধুরা খোজাখুজি করে না পেয়ে ডাক চিৎকার করলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে লাশ উদ্ধার করে।
মেলান্দহ ফায়ার স্টেশন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম বলেন, নিখোঁজের খবর পেয়ে আমরা জামালপুরের ডুবুরিদল নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাজু আহাম্মদ বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। অপমৃত্যুর একটা মামলা হবে।
মতামত