জামালপুরের মেলান্দহে ৪বছর বয়সী শিশু ধর্ষণের শিকার হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গতকাল (৭জুলাই) রোববার দুপুরে উপজেলার চরপলিশা পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
অভিযুক্ত নূরনবী ( ছাক্কু ৪০) চরপলিশা পূর্বপাড়া এলাকার লোকমান মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে বাড়ির পাশ থেকে ডেকে নিয়ে ভুট্টা খেতে শিশুটিকে ধর্ষণ করে নূরনবী (ছাক্কু) নামের এক যুবক। পরে স্থানীয়রা বিষয়টি স্থানীয়রা সমঝোতা করার জন্য রাতভর সালিসি বৈঠক করেন।
শিশুর নানি আছমা বেগম বলেন, দুপুরের আগে বাড়ি থেকে বের হয় সে। দুপুর বেলা তারে ডাকাডাকি করি কিন্তু কোথাও খুঁজে পাইনা। পুকুর পারে গিয়ে ডাকাডাকির এক পর্যায়ে খেতের ভেতর থেকে কাদতে কাদতে বের হয়ে আসে। তখন তাকে জিজ্ঞেস করলে বলে ছাক্কু জ্যাঠা মজা কিনে দিবে বলে ভুট্টা খেতে নিয়ে যায়। তারপর লোকজন জানাজানি হলে তাকে বাড়িতে নিয়ে এসে হাসপাতালে পাঠাই। আমরা এর সঠিক বিচার চাই।
জামালপুর জেনারেল হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শামীম ইফতেখার বলেন,'শিশুটি হাসপাতালে ভর্তি রয়েছে। ফরেনসিক বিভাগের প্রধান হারুন স্যার একটি মেডিকেল টিম গঠন করবে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন,'শিশুটির পরিবার মাত্রই থানায় এসেছে। এই ঘটনায় শিশু'র পরিবার মামলা দায়ের করবে।
মতামত