সারাদেশ

গৌরনদী উপজেলা চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ

গৌরনদী উপজেলা চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৮ জুলাই ২০২৪, সন্ধ্যা ৮:৩৫

বরিশালের গৌরনদী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মনির হোসেন মিয়া, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, নারী ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সাহিদা আক্তার আজ সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেছেন। এ উপলক্ষে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদায়ী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, বিদায়ী নারী ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, নির্বাচিত নারী ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সাহিদা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, গোলাম হাফিজ মৃধা, ফারুক হোসেন মোল্লা, আব্দুর রাজ্জাক হাওলাদার প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার সকল পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।