সারাদেশ

টাঙ্গাইল জেলায় পার্সোনাল ইন্ডাস্ট্রিজ বিডি ফা টিস‍্যু ট্রেডিং'র ডিপো উদ্বোধন এবং চুক্তিপত্র হস্তান্তর

টাঙ্গাইল জেলায় পার্সোনাল ইন্ডাস্ট্রিজ বিডি ফা টিস‍্যু ট্রেডিং'র ডিপো উদ্বোধন এবং চুক্তিপত্র হস্তান্তর

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৮ জুলাই ২০২৪, রাত ১২:০৬

বাংলাদেশে বহুল ব্যবহৃত ও সকলের প্রিয় পার্সোনাল ইন্ড্রাস্ট্রিজ বিডি ফা টিস‍্যু ট্রেডিং এর টাঙ্গাইল জেলার ডিপো উদ্বোধন এবং ব্যবসায়িক চুক্তিপত্র হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। আজ ৭ জুলাই'২৪ রোজ রবিবার বিকেল ৩:০০ ঘটিকার সময় নাগরপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মেসার্স সোনার বাংলা এন্টারপ্রাইজের নামে কোম্পানির পক্ষ হতে উক্ত ডিপোর চুক্তিপত্র হস্তান্তর করা হয়। ডিপো উদ্বোধন ও চুক্তিপত্র হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্সোনাল ইন্ড্রাস্ট্রিজ বিডি ফা টিস্যু ট্রেডিং কোম্পানির হেড অফ সেলস সৈয়দ সাজেদুর রহমান অপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ডিপো মেসার্স সোনার বাংলা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী, নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: কুদরত আলী। এ সময় আরো উপস্থিত ছিলেন পার্সোনাল ইন্ড্রাস্ট্রিজ বিডি ফা টিস‍‍্যু ট্রেডিং কোম্পানির টাঙ্গাইল জেলা ম্যানেজার মো: সাইফুল ইসলাম এবং উদ্বোধনকৃত নতুন ডিপো ম্যানেজার আল আমিন রাজু। উক্ত অনুষ্ঠানে কোম্পানির পক্ষে ডিপো স্বত্বাধিকারীর নিকট ব্যবসার চুক্তিপত্র হস্তান্তর করা হয়। এ সময় নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের সকল সদস্যগণ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।