নেই বৃষ্টি তীব্র তাপপ্রবাহের সাথে ঝাঝালো রোদ আর অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে ঈশ্বরদী ও আশেপাশের অঞ্চলের সাধারণ মানুষ। অনাবৃষ্টিতে নষ্ট হচ্ছে আম, লিচু ও ফসল।
তীব্র এই গরম থেকে পরিত্রাণের জন্য মহান আল্লাহর কাছে পানাহ চেয়ে খোলা আকাশের নীচে অনাবৃষ্টি থেকে মুক্তি পেতে আল্লাহর রহমত কামনা করে বিশেষ এ নামাজ আদায় করলো ঈশ্বরদীবাসী।
আজ (২৪ এপ্রিল) বুধবার সকাল সোয়া ১০ টায় ঈশ্বরদী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইসতিসকার নামাজ আদায় করেন ঈশ্বরদীবাসী।
নামাজ শেষে অনাবৃষ্টি ও প্রচণ্ড খরা থেকে রেহাই পেতে মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়। উক্ত নামাজ ও মোনাজাত পরিচালনা করেন ঈশ্বরদী সিদ্দিকীয়া কওমিয়া মাদ্রাসার সাবেক মুহ্তামিম মাওলানা আব্দুল হান্নান।
নামাজে নামাজে পৌর এলাকা ও শহরের আশপাশ থেকে আসা মাদ্রাসা ছাত্র, যুবক, ব্যবসায়ী ও ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেন।
তাওবাতুন নাসুহা বা একনিষ্ঠ তাওবার মাধ্যমে আল্লাহর কাছে রহমতের বৃষ্টি কামনা করে ২ রাকাত নফল নামাজ আদায় করা হয়। মোনাজাতে মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে দেন এবং তওবা ও ক্ষমাপ্রার্থনা করেন। এ সময় প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণ প্রার্থনাও করা হয়।
এদিকে, তীব্র গরমের মধ্যে ঈশ্বরদীতে সপ্তাহ জুড়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০- ৪২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে এই তাপমাত্রা আরো পারতে পারে। তীব্র রোদে ফসলের মাঠ চৌচির হয়ে ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আম ও লিচু ঝড়ে যাচ্ছে। বেশি দুর্ভোগে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ।
মতামত