পাবনার ঈশ্বরদীতে মাইক্রোবাসের সঙ্গে রিকশার মুখোমুখি সংঘর্ষ সড়ক দুর্ঘটনায় আসাদ আলী (৩৫) নামে এক রিকশা চালক নিহত হয়েছেন। সে শহরের পৌর এলাকার শৈলপাড়ার আলী হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৬ জুলাই (শনিবার) বিকাল ৩টার দিকে শহরের বিমানবন্দর সড়কের রেনেসাঁ ক্লাবের সামনে ঈশ্বরদী থেকে লালপুরগামী এক মাইক্রোবাসের সঙ্গে রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রিকশা চালক আসাদ গুরুতর আহত হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম রিকশা চালক নিহতের খবর নিশ্চিত করেন এবং মরদেহ হাসপাতালে রয়েছে বলে জানান।
মতামত