ময়মনসিংহের নান্দাইলে ট্রাকের চাপায় হারুন অর রশিদ আকন্দ (৬৮) নামের এক অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী নিহত হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) সকাল ৭টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের চন্ডিপাশা নতুন বাজার নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হারুন অর রশিদ আকন্দ উপজেলার গাংগাইল ইউনিয়নের পংকরহাটি ধনারামা গ্রামের মৃত হাবিবুল্লাহ্ পুত্র। তিনি নান্দাইল ট্রেজারি অফিসের অবসরপ্রাপ্ত এডিটর ছিলেন। এ ঘটনায় চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল ইসলাম (৬৬) নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষক গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনার বিষয়টি নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাংশু বিকাশ সরকার নিশ্চিত করেছেন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,হারুন অর রশিদ আকন্দ চন্ডিপাশা আদর্শ পল্লীর বাসায় বসবাত করতেন।
বুধবার সকালে হারুন অর রশিদ আকন্দ চন্ডিপাশা নতুন বাজারে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় দ্রুত গতির এক ট্রাক চাপা দেয়। এতে পথচারী হারুন অর রশিদ আকন্দ ও নুরুল ইসলাম নামে দুই পথচারী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে হারুন অর-রশিদের মৃত্যু হয়।
নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাংশু বিকাশ সরকার বলেন- দ্রুত গতির একটি ট্রাক দুই পথচারিকে চাপা দিলে একজন নিহত হয়েছে। অপর একজন হাসপাতালে ভর্তি আছে। এ ঘটনায় ট্রাক পালিয়ে যাওয়াতে খোঁজ পাওয়া যায়নি।
মতামত