সারাদেশ

‘শর্ট সার্কিটের আগুনে’ পুড়ল ০৮ দোকান পরিদর্শনে ইউএনও

‘শর্ট সার্কিটের আগুনে’ পুড়ল ০৮ দোকান পরিদর্শনে ইউএনও

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৬ জুলাই ২০২৪, সন্ধ্যা ৮:৫০

নীলফামারীর ডোমার পৌর কাঁচাবাজারে আকস্মিক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি প্রণোদনা দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। শনিবার (৬ই জুলাই) দুপুরে আগুনে পুড়ে যাওয়া দোকান পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন ইউএনও। এসময় ব্যবসায়ীরা তাদের নিজ নিজ দোকানের ক্ষতির পরিমাণের বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ’র কাছে তুলে ধরেন। ব্যবসায়ী ও স্থানীয়দের মারফতে জানা যায়, গত রাত আনুমানিক ১টার দিকে মুষলধারে বৃষ্টি চলাকালীন আগুনে পোড়ার গন্ধ পাওয়ার সাথে সাথে নিমিষেই দাউদাউ করে আগুন জ্বলতে দেখেন তারা। এতে ৮টি দোকানের মালামাল সহ পুড়ে ছাই যায়। এরপর ডোমার ও দেবীগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দীর্ঘ দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনের সুত্রপাত হয়েছিল বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে। এবিষয়ে ডোমার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সংশ্লিষ্টরা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছিল। রাত ১টা ৩ মিনিট থেকে রাত আড়াইটা পর্যন্ত ডোমার ইউনিটের ১৪ জন ও দেবীগঞ্জ ইউনিটের ৬ জন সহ মোট ২০ জন মিলে দীর্ঘ দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের ঘটনায় ডোমার পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আখতারুজ্জামান সুমন বলেন, আমি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিক ভাবে ফায়ার সার্ভিসকে খবর দেই এবং ডোমার ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত এসে আগুন নিভাতে না পারায় পরে দেবীগঞ্জ উপজেলায় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুই ইউনিটের প্রায় ২০ জন কর্মী প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে ৮টি দোকানের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ থেকে ১৫ লক্ষ টাকা। এবিষয়ে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ বলেন, ক্ষয়ক্ষতি নিরুপন করতে এবং সরকারি প্রণোদনা কিভাবে দেওয়া যায় এটা যাচাই করার জন্য আমি গিয়েছিলাম। ইতোমধ্যে আমি জেলা প্রশাসককে মৌখিকভাবে জানিয়েছি। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিবেদন তৈরি করা হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্য করার চেষ্টা করবো আমরা।