সারাদেশ

কর্নেটের সাবেক সভাপতি মরহুম বাবলুর স্মরণে শোকসভা

কর্নেটের সাবেক সভাপতি মরহুম বাবলুর স্মরণে শোকসভা

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৫ জুলাই ২০২৪, রাত ১১:১৪

ঠাকুরগাঁওয়ে সাংস্কৃতিক সংগঠন কর্নেট সাংস্কৃতিক সংসদ এর সাবেক সভাপতি মরহুম সৈয়দ নূর হোসেন বাবলুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে পৌর শহরের তাতিপাড়া এলাকায় আমাদের বাজার মার্কেটের দ্বিতীয় তলায় কর্নেটের কার্যালয়ে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। কর্নেট সাংস্কৃতিক সংসদের সভাপতি অধ্যক্ষ শামীম ফেরদৌস টগরের সভাপতিত্বে এ সময়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি সারোয়ার চৌধুরী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রবাল চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহিদ ইকবাল, প্রচার সম্পাদক জয় মহন্ত অলক, কার্যনির্বাহী সদস্য মাহমুদুল্লাহ বাবু, নিক্কন সঙ্গীত বিদ্যালয়ের সংগীত শিক্ষক মোহাম্মদ আবুল হাসিবুর রহমান স্বপন, সুর সপ্তক সংগীত বিদ্যালয়ের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম, সংগীত শিল্পী এনামুল হক বাবুসহ অন্যান্যরা। এ সময় মরহুম সৈয়দ নূর হোসেন বাবলুর বিদেহি আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।