https://youtu.be/Ivxh6zGZIIU
রাজগঞ্জের সলঙ্গায় ২৫২ বস্তা পেঁয়াজ লুট করে ট্রাকের চালক ও হেলপারকে অপহরণ ও চাঁদা দাবি মামলায় কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির এসআই মাইনুল হাসান ও সলঙ্গা থানার এএসআই মতিউর রহমান খানসহ ৫ আসামিকে পৃথক দুটি ধারায় ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মতামত