সারাদেশ

কালীগঞ্জে এমপি আনার হত্যার বিচারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

কালীগঞ্জে এমপি আনার হত্যার বিচারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৬ জুলাই ২০২৪, সকাল ১০:৩১

ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, ঝিনাইদহ -৪ আসন থেকে ৩ বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার এমপিকে নৃশংস ভাবে হত্যার সুষ্ঠু বিচার, পরিকল্পনাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৫ই জুলাই) বিকাল ৫ টার সময় বাংলাদেশ ছাত্রলীগ কালীগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র জনাব আশরাফুল আলম আশরাফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব শফিকুজ্জামান রাসেল, ৪ নং নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদ রনি লস্কার, কালীগঞ্জ সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান নয়ন, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সোহান হোসেন বাবু, সরকারি মাহতাব উদ্দিন কলেজ ছাত্রলীগের অন্যতম সংগঠক আব্দুস সালাম (জয়) সহ কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ, পৌরছাত্রলীগ, সকল ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।