আজ শুক্রবার (৫ জুলাই) সকাল ১০:০০ টার সময় পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় খেঁজুর বাড়িয়া(কাটাখাল) গ্রামে স্থানীয় বলেশ্বর নদের তীরবর্তী জেলে পল্লীর সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে হাতেখড়ি ফাউন্ডেশন রঙিন ছাতা বিতরণ করেন।
হাতেখড়ি ফাউন্ডেশনের প্রতিষ্ঠতা চেয়ারম্যান রুবেল মিয়া নাহিদ বলেন জেলে পল্লীর সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে আমরা প্রতিবছরের ন্যায় এবছরও রঙিন ছাতা বিতরণ করেছি। বর্ষার বৃষ্টির কারনে অনেক শিশু আছেন যারা স্কুলে যেতে পারেন না তাদের পড়াশোনায় যেন কোন সমস্যা সৃষ্টি না হয় এর জন্য আমাদের এই উদ্দ্যোগ যা ভবিষ্যৎ চলমান থাকবে।
উপকার ভোগী শিক্ষার্থী তাসকিয়া বলেন বৃষ্টির জন্য আমার স্কুলে যেতে সমস্যা হচ্ছিল তাই তারা আমাদের রঙিন ছাতা দিয়েছেন আমরা ছাতা পেয়ে আনন্দিত।
এ সময়ে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সজিব মিত্র,সাধারণ সম্পাদক সৌরভ হালদার, সদস্য নাইমুর রহমান রছি, ইমদাত রাব্বি, স্থানীয় বাসিন্দা বিষ্ণু প্রমুখ।
মতামত