'বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাট শিল্পে বাংলাদেশ'–স্লোগানকে সামনে রেখে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় নীলফামারীর ডোমারে দিনব্যাপী পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ঠা জুলাই) দিনব্যাপী উপজেলা পরিষদের হলরুমে পাট অধিদপ্তরের উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয়েরয়ের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাট অধিদপ্তরের উপ-পরিচালক (পরীক্ষণ) ও উপ-প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ ফারুক আহমেদ। এতে সভাপতিত্ব করেন, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান ফার্মাসিস্ট সরকার ফারহানা আখতার সুমি, নীলফামারী জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এটিএম তৈবুর রহমান, উপজেলা সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ।
পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালায় উন্নত প্রযুক্তি নির্ভর পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণের বিষয়ে প্রশিক্ষণার্থীদের মাঝে আলোচনা করা হয়।
উল্লেখ্য, পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার মোট ৭৫ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেছেন। শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে পাটের তৈরি চটের ব্যাগ প্রদান করা হয়।
মতামত