স্কাউট আন্দোলনের কিংবদন্তি ও নীলফামারীর ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক প্রয়াত আলহাজ্ব মোঃ ইউনুসের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল এবং আলোচনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩রা জুলাই) সন্ধ্যায় উপজেলা স্কাউটসের আয়োজনে অনুষ্ঠিত স্কাউট কিংবদন্তি ও সাবেক শিক্ষক প্রয়াত আলহাজ্ব মোঃ ইউনুসের স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি মোঃ নাজমুল আলম বিপিএএ।
এসময় আরও উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সাফিউল ইসলাম, বাংলাদেশ স্কাউটসের দিনাজপুর অঞ্চলের উপ-কমিশনার মোঃ কোহিনূর ইসলাম, উপজেলা স্কাউটসের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা, শালকী মুক্ত মহাদলের সম্পাদক মোঃ শাহিনুল ইসলাম বাবু, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ প্রমুখ সহ স্কাউটসের অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা ও স্মরণসভায় প্রয়াত আলহাজ্ব মোঃ ইউনুসের সাথে কাটানো স্বর্ণালি দিনগুলোর স্মৃতিচারণ করেন স্কাউটস প্রতিনিধিগণ। পরে, তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, প্রয়াত আলহাজ্ব মোঃ ইউনুস ২০২০ সালের ৩রা জুলাই সকাল ৬টায় তাঁর নিজ বাসভবনে ৭৯ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।
তিনি ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। ১৯৫৩ সালের রংপুর জিলা স্কুল মাঠে জনাব ভি এম আব্বাসী ভাইয়ের হাতে স্কাউটসের দীক্ষা গ্রহণ করেন। পরবর্তীতে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কাব শিক্ষক হিসাবে ১৯৬৫-৬৬ সালে কাব উডব্যাচ ট্রেনিং গ্রহণ করেন।
স্কাউটিংয়ে অবদানের জন্য মেডেল অব মেরিট, বার টু দ্য মেডেল অব মেরিট, লং সার্ভিস অ্যাওয়ার্ড, সিলভার ইলসা, হাইয়েষ্ট অ্যাওয়ার্ড, সিলভার টাইগার অ্যাওয়ার্ড প্রাপ্ত হন। তিনি বাংলাদেশ স্কাউটসের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও দিনাজপুর অঞ্চলের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।
মতামত