নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক কর্মদক্ষতা উন্নয়নে বরিশালে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বেসরকারি এবি ব্যাংক।
বুধবার (বুধবার) প্রশিক্ষণ শেষে স্মার্ট কার্ডের মাধ্যমে উদ্যোক্তাদের মাঝে ‘সহজ ঋণ-স্মরণে বঙ্গবন্ধু’ নামের ঋণ বিতরণ করা হয় বলে বিজ্ঞপ্তিতে বলেছে ব্যাংকটি।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের বরিশাল কার্যালয়ের নির্বাহী পরিচালক আব্দুল মান্নান। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল। এ সময় ব্যাংকের কর্মকর্তা ও এজেন্টরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠান ৫ জুলাই, ব্যয় ৫ কোটির বেশি
মতামত