সারাদেশ

শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৩ জুলাই ২০২৪, রাত ১০:১১

বাগেরহাটের শরণখোলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আল-আমিন হাওলাদার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের উত্তর তাফালবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। ৩৮ বছর বয়সী আল-আমিন ওই গ্রামের মোঃ ফজলুল হক হাওলাদারের ছেলে। আল-আমিনের পিতা ফজলুল হক হাওলাদার জানান সকাল ১১ টায় নিজ ঘরের ইলেকট্রিক বোর্ড ঠিক করতে গিয়ে বিদ্যুতের শক লাগায় চিৎকার দেয় তার ছেলে। তার চিৎকারে আমারা ঘটনাস্থলে পৌছলে তাকে অচেতন অবস্থায় পাই। আল-আমিনের আর কোন সাড়া শব্দ না পাওয়ায় তাকে দ্রুত শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে জরুরী বিভাগের উপ সহকারী মেডিকেল অফিসার বিপ্লব সাধক তাকে মৃত ঘোষণা করেন। উত্তর তাফালবাড়ি ওয়ার্ডের ইউপি সদস্য জামাল জমাদ্দার জানান আলামিন বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যুবরণ করেছেন। নিহত আল-আমিনের স্ত্রী সহ দুই বছরের ছেলে শিশু রয়েছে। মৃত্যুর খবর শুনে শরণখোলা থানার পুলিশ পরিদর্শক তদন্ত রাধেশ্যাম সরকার ঘটনাস্থল পরিদর্শন করে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।