সারাদেশ

বরিশালে পৃথকভাবে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু,আহত ১

বরিশালে পৃথকভাবে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু,আহত ১

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৩ জুলাই ২০২৪, রাত ৯:৪১

বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। এছাড়াও এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উজিরপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার (৩ জুন) সকাল ১০টার দিকে উপজেলার শোলক ইউনিয়ের কচুয়া ও শিকারপুর ইউনিয়নের জয়শ্রীতে আলাদা আলাদা এই দুর্ঘটনা ঘটে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত দুই যুবকের নাম মো. আরিফ এবং মো. টোকেন মেলকার। পুলিশ সূত্রে জানা গেছে, পাশের বাবুগঞ্জ উপজেলার আগরপুর গ্রামের সামসুল হকের ছেলে আরিফ। তিনি তার শশুর বাড়ি উজিরপুরের শোলক ইউনিয়নের কচুয়া গ্রামে বেড়াতে যায়। সেখানে বাড়ির উঠানে কাপড় শুকানোর জিআই তারের সঙ্গে বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত হয়। পরে তাকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে উজিরপুর উপজেলার জয়শ্রী গ্রামের সেকেন্দার হাওলাদার বাড়িতে নলকূপ বসানো শেষে পানির মটরের লাইন খুলতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে টোকেন মেলকার মারা যান। টোকন গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের আব্দুল মালেক মেলকারের ছেলে। এছাড়া শোলক গ্রামের মেহেদী হাসান চোকদার নামের এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। সে উজিরপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওসি মো. জাফর আহম্মেদ বলেন,নিহতদেরকে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।