সারাদেশ

শরণখোলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক অনুদান প্রদান

শরণখোলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক অনুদান প্রদান

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২ জুলাই ২০২৪, সন্ধ্যা ৮:৪৭

শরণখোলা উপজেলার বাদল চত্তর (পাঁচ রাস্তা) সংলগ্ন দোকানে ২৭ জুন রাতের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত। আজ মঙ্গলবার ২ জুলাই বিকালে রায়েন্দা ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ চেক বিতরণ করা হয়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যাবসায়ী জালাল আহম্মেদ রুমী, আঃ রহমান, ইব্রাহিম তালুকদার, দ্বীপক শাহ, মিরাজ সহ ২৭ জন কে মোট ২ লক্ষ ৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়। রায়েন্দা বাজার কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামন বাবুল তালুকদারের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দীন আকন শান্ত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার। উপজেলা প্রকল্প কর্মকর্তা আমিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী ফেরদৌস আলম, জাইকা প্রকল্প কর্মকর্তা রিয়াজুর রহমান, শরণখোলা উপজেলা ও প্রেসক্লাবের সভাপতি সিনিয়র প্রভাষক আঃ মালেক রেজা সহ রায়েন্দা ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ।