সারাদেশ

জুয়ার আসর থেকে ৭ জুয়াড়ি গ্রেফতার

জুয়ার আসর থেকে ৭ জুয়াড়ি গ্রেফতার

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২ জুলাই ২০২৪, সন্ধ্যা ৮:৩১

বাগেরহাট শরণখোলার খোন্তকাটা জুয়ার আসর থেকে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ১ জুলাই শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মধ্য খোন্তাকাটা এলাকায় শরণখোলা থানা পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- হাবিবুর রহমান হাওলাদারের ছেলে দেলোয়ার হাওলাদার (৪৫), চাঁন মিয়া হাওলাদারের ছেলে মারুফ হাওলাদার (২৮), আবুল কালাম খলিফার ছেলে মোঃ আফজাল খলিফা (৩৮), মোঃ জাকির খানের ছেলে মোঃ সাকির খান (২৫), ইসমাইল হাওলাদারের ছেলে দুলাল হাওলাদার (৪০), ইউনুস আলী আকনের ছেলে বেল্লাল আকন (২৮), বাচ্চু হাওলাদারের ছেলে জামাল হাওলাদার (৩৮)। শরণখোলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকার ফোর্স সহ গোপন অভিযান চালিয়ে রাত সারে ৮ টা নাগাদ উপজেলার খোন্তাকাটা ৬ নং ওয়ার্ডের মধ্য খোন্তাকাটা এলাকা থেকে ৭ জনকে জুয়া খেলা অবস্থায় জুয়ার আসর থেকে আটক করে। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম কামরুজ্জামান খান বলেন, আজ মঙ্গলবার তাঁদের বিরুদ্ধ মামলা দিয়ে বাগেরহাট কোর্টে পাঠানো হয়েছে।