সারাদেশ

সিরাজগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সিরাজগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১ জুলাই ২০২৪, রাত ১০:০৪

১ জুলাই (সোমবার) রাত দুইটার দিকে র‌্যাব-১২ সদর কোম্পানির একটি আভিযানিক দল র‌্যাব-১২ ও র‌্যাব হেডকোয়ার্টারের গোয়েন্দা শাখার সহযোগিতায় শেরপুর জেলার সদর থানাধীন লক্ষীডাঙ্গী এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
অভিযানে বগুড়া জেলার শাজাহানপুর থানার হত্যা ও ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি হলো, সিরাজগঞ্জ সদর উপজেলার সরাইচন্ডি গ্রামের ইউনুস আলীর ছেলে মোঃ শফিকুল ইসলাম (৩৪)। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এ কথা জানান র‌্যাব-১২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিরাজগঞ্জ জেলার সদর থানার অফিসার ইনচার্জ এর নিকট সোপর্দ করার প্রক্রিয়া চলছে। আরও পড়ুন: ট্রেনের ৩২টি টিকিটসহ কালোবাজারি চক্রের ৫ সদস্য আটক  
Moon Times News সর্বশেষ সংবাদ পেতে (Google News) অনুসরণ করুন