সারাদেশ

যৌথ উদ্যোগে সিলেটের বন্যার্ত মাঝে ত্রাণ বিতরণ

যৌথ উদ্যোগে সিলেটের বন্যার্ত মাঝে ত্রাণ বিতরণ

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১ জুলাই ২০২৪, দুপুর ১:১৪

ফিউচার ফ্লেয়ার ফাউন্ডেশন এবং বাংলাদেশ ইয়ুথ এনরিচমেন্ট এসোসিয়েশন এর যৌথ উদ্যোগে ত্রাণ বিতরণ কর্মসূচি: "মানুষ মানুষের তরে" অনুষ্ঠিত হয়েছে।
গত ৩০ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে সিলেটের বালাগঞ্জ উপজেলার মুসলিমাবাদ গ্রাম এলাকায় বন্যার্ত অসহায় পানিবন্দি মানুষের পাশে দাঁড়াতে ফিউচার ফ্লেয়ার ফাউন্ডেশন (এফএফএফ) এবং বাংলাদেশ ইয়ুথ এনরিচমেন্ট এসোসিয়েশন (বিওয়াইইএ) এর যৌথ উদ্যোগে ত্রাণ বিতরণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়। এই উদ্যোগের নেতৃত্ব দেন বিওয়াইইএ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ লাবিব ইসলাম জয় এবং এফএফএফ এর ফাউন্ডার ও এক্সিকিউটিভ কো-অর্ডিনেটর জয়ীতা বিশ্বাস ত্রয়ী। কর্মসূচি বাস্তবায়নে দায়িত্বশীল ব্যক্তিবর্গ ছিলেন বিওয়াইইএ থেকে মোঃ শাহরিয়ার আলম মেহেদী তাপাদার (প্রশিক্ষক, সেশন পরিচালক শাখা, সিলেট জেলা), নাহিদ হাসান রাফি (সংস্কৃতি শাখা, সিলেট জেলা), আতিফ আহমেদ চৌধুরী (স্বেচ্ছাসেবক, বিতর্ক শাখা, সিলেট জেলা), আরমান বাসার (স্বেচ্ছাসেবক, ক্রীড়া শাখা, সিলেট জেলা) এবং এফএফএফ থেকে আব্দুল্লাহ আল মামুন (চিফ ডেভেলপমেন্ট অফিসার), নুসরাত জাহান (এক্সিকিউটিভ মার্কেটিং ম্যানেজার), মোহাম্মদ নাঈম হোসেন (এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ম্যানেজার), মশিউর রহমান (এক্সিকিউটিভ প্রোগ্রাম অপারেশন ম্যানেজার), লুবানা ইয়াসমিন শশী (এক্সিকিউটিভ আউটরিচ ম্যানেজার), শাহরিয়ার ইসলাম সাদি (এক্সিকিউটিভ প্রোগ্রাম ডেভেলপমেন্ট ম্যানেজার), তৃষ্ণা বিশ্বাস শ্রাবণী (এক্সিকিউটিভ কমিউনিটি ম্যানেজার)। স্থানীয় সহযোগিতায় ছিলেন মির্জা সিরাজুল ইসলাম ও ইউনিয়ন পরিষদ মেম্বার মো. মির্জা রাহেল। উল্লেখ্য যে,ফিউচার ফ্লেয়ার ফাউন্ডেশন (এফএফএফ) তরুণদের নেতৃত্বে একটি সংগঠন, যা শিশু ও কিশোরদের অধিকার সংরক্ষণ, সম্ভাবনা উন্নয়ন, এবং সফলতা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। এফএফএফ তরুণদের জ্ঞান ও চিন্তাধারার মাধ্যমে সেবা প্রদান করে থাকে। সংগঠনের মিশন বিশেষ মনোবিজ্ঞানের প্রোগ্রামের মাধ্যমে শিশু ও কিশোরদের বিকাশ, পরিবেশগত স্থায়িত্বের পক্ষে কথা বলা, সাংস্কৃতিক বিনিময় ও আন্তর্জাতিক সহযোগিতা প্রচার, এতিম ও বিশেষ শিশুদের সহায়তা করা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং বাংলাদেশ ইয়ুথ এনরিচমেন্ট অ্যাসোসিয়েশন (বিওয়াইইএ) একটি সমাজ ও যুব উন্নয়নমূলক, অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন যা উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ তৈরির প্রয়াসে কাজ করে যাচ্ছে। আরও পড়ুন: নৌকা তৈরিতে ব্যস্ত চলনবিলের মানুষ  
Moon Times News সর্বশেষ সংবাদ পেতে (Google News) অনুসরণ করুন