সারাদেশ

ডোমারে সফল ভাবে শেষ হলো বৃক্ষরোপণ ও শিশু বিনোদন মেলা ২০২৪

ডোমারে সফল ভাবে শেষ হলো বৃক্ষরোপণ ও শিশু বিনোদন মেলা ২০২৪

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১ জুলাই ২০২৪, দুপুর ১:০৫

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ডোমার উপজেলার জোড়াবাড়ীতে সফল ভাবে শেষ হলো 'চারা/বৃক্ষ ও শিশু বিনোদন মেলা ২০২৪'।
রবিবার (৩০ শে জুন) রাতে নীলফামারীর ডোমার উপজেলা'র মিরজাগঞ্জ মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত 'চারা/বৃক্ষ ও শিশু বিনোদন মেলা ২০২৪' শেষ হয়। জমকালো আয়োজনে গত ১৫ই জুন থেকে ৩০শে জুন পর্যন্ত ১৫ দিন ব্যাপি জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদের ব্যানারে এ মেলা অনুষ্ঠিত হয়। মেলা প্রাঙ্গনে চারা/বৃক্ষ, বিভিন্ন রকমাররীর কসমেটিক দোকান সহ ২৮ টি স্টল ও শিশুতোষ রাইড বসানো হয়। এসময় ৪নং জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হাবীব বাবু বলেন-'বিগত দিনগুলোতে জোড়াবাড়ীতে বিনোদনের কোন ব্যবস্থা ছিলো না, এ মেলা আনতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি, আগামীতে এর থেকে বড় পরিসরে আয়োজন করা হবে।' উল্লেখ্য গত ১৫ই জুন (শনিবার) 'চারা/বৃক্ষ ও শিশু বিনোদন মেলা-২০২৪' এর উদ্বোধন করেন মির্জাগঞ্জ মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রদূত বীর মুক্তিযোদ্ধা মোঃ আমিনুল হোসেন সরকার। ৪নং জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হাবিব বাবুর সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান ফার্মাসিস্ট সরকার ফারহানা আক্তার সুমি। আরও পড়ুন: ডোমারে দুর্যোগ ব্যবস্থাপনায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  
Moon Times News সর্বশেষ সংবাদ পেতে (Google News) অনুসরণ করুন