সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা, ঘাতক স্বামী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা, ঘাতক স্বামী গ্রেফতার

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৩০ জুন ২০২৪, সন্ধ্যা ৬:৩০

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তারাপুর ডাকনিপাড়ায় শিরিন বেগম (৩৫) নামের এক গৃহবধুকে কুপিয়ে হত্যা করেছে তার পাষণ্ড স্বামী । হত্যাকারী স্বামী মইনুল ইসলামকে আটক করেছে পুলিশ।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন জানান, শনিবার দিবাগত রাত ২টার সময় পারিবারিক কলহের জের ধরে মাইনুল ওরফে মনিরুর ইসলাম তার স্ত্রী শিরিন বেগমকে দেশীর অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে অবহিত করে যে, তার স্বামী তাকে মারধর করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাত্ব অবস্থায় শিরিনকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাতেই শিরিনের অবস্থা আশংকাজন থাকায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রবিবার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে সে মারা যায়। এ ঘটনায় শিরিনের স্বামী মইনুলকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি। আরও পড়ুন: বগুড়ায় ব্রিজের নিচে মানুষের হাত  
Moon Times News সর্বশেষ সংবাদ পেতে (Google News) অনুসরণ করুন