শিক্ষাঙ্গন

১লা জুলাই থেকে বেরোবিতে নতুন সময়সূচি অনুযায়ী অফিস ও ক্লাস-পরীক্ষা

১লা জুলাই থেকে বেরোবিতে নতুন সময়সূচি অনুযায়ী অফিস ও ক্লাস-পরীক্ষা

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৯ জুন ২০২৪, রাত ১০:৫০

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আগামী ১লা জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন সময়সূচি অনুযায়ী অফিস ও ক্লাস-পরীক্ষা চলবে।
নতুন এই সময়সূচি মোতাবেক রবিবার হতে বৃহস্পতিবার পর্যন্ত নিয়মিত সকাল ৯টা হতে ৫টা পর্যন্ত অফিস ও ক্লাস-পরীক্ষা তথা একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চলবে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। ৪৭তম (বিশেষ) একাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে আজ শনিবার (২৯ জুন ২০২৪) অনুষ্ঠিত ১০৫তম সিন্ডিকেট সভায় নতুন সময়সূচির বিষয়টি অনুমোদন দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদের সভাপতিত্বে সভায় সিন্ডিকেটের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আরও পড়ুন: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পরিকল্পনা ও উন্নয়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত  
Moon Times News সর্বশেষ সংবাদ পেতে (Google News) অনুসরণ করুন