সারাদেশ

সামান্য বৃষ্টিতে রাস্তায় জলাবদ্ধতা ও চরম দুর্ভোগে সাধারণ জনগণ

সামান্য বৃষ্টিতে রাস্তায় জলাবদ্ধতা ও চরম দুর্ভোগে সাধারণ জনগণ

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৯ জুন ২০২৪, রাত ৯:১৪

কুমিল্লার চান্দিনায় ৯ নং মাইজখার ইউনিয়নের ভোমরকান্দি বাজার সংলগ্ন রাস্তার বেহাল অবস্থা। সামান্য বৃষ্টিতে রাস্তায় জলাবদ্ধতা ও চরম দুর্ভোগে সাধারণ জনগণ।
একটু বৃষ্টি হলেই রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। পানি নিষ্কাশনের নেই কোনো ব্যবস্থা। রাস্তার সাইডে পানি যাওয়ার জায়গা গুলো বেঁধে রেখেছে আশেপাশের বসতবাড়ির লোকজনরা। এই সড়কটি হলো মনারটং থেকে রামমোহন (চান্দিনা) যাওয়ার প্রধান সড়ক। যাতায়ত করার জন্য একমাত্র উপযোগী রাস্তা এই গ্রামের ভিতর দিয়ে গিয়েছে। ঝুঁকি নিয়ে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী ও আশেপাশের লোকজন। ঝুঁকি নিয়ে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ চলাচল করছে। স্থানীয়দের থেকে জানা যায়, মানুষের চলাচলের জন্য মনারটং থেকে রামমোহন (চান্দিনা) যাওয়ার প্রধান সড়ক এই রাস্তাটি। সড়কটি সম্প্রসারণ ও পাকা-করণের পর থেকেই ঐ রাস্তা দিয়ে নিয়মিত বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে আসছে। তাদের বেপরোয়া চলাচলের জন্য রাস্তাটির কার্পেটিং উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। ফলে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। রাস্তার সাইডে বসতবাড়ির লোকজনরা রাস্তার সাইটগুলো বেঁধে রেখেছে। বৃষ্টি হলে পানি নিষ্কাশনের কোনো অবস্থা নেই। তাই এলাকাবাসীর দাবী এই রাস্তার পানি নিষ্কাশনের ব্যবস্থা করে, রাস্তার গর্ত গুলো ভরাট করে দেওয়ার। এ বিষয়ে ৯ নং মাইজখার ইউনিয়নের চেয়ারম্যান জনাব মো: শাহ্ সেলিম প্রধান বলেন,'আমি নিজে সরজমিনে গিয়ে দেখেছি এবং আমি এই বিষয়ে উর্ধ্বতন পর্যায়ে জানিয়েছি। খুব শীঘ্রই রাস্তাটি মেরামত করা হবে ও এই জলাবদ্ধতা নিরসনে কাজ করা হবে।' আরও পড়ুন:  নওগাঁ পুনর্ভবা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধ সুতিজাল জব্দ  
Moon Times News সর্বশেষ সংবাদ পেতে (Google News) অনুসরণ করুন