সারাদেশ

কুমিল্লার ভবন থেকে চীনা নারীর মরদেহ উদ্ধার

কুমিল্লার ভবন থেকে চীনা নারীর মরদেহ উদ্ধার

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৯ জুন ২০২৪, সন্ধ্যা ৮:৩৫

কুমিল্লার একটি ভবন থেকে শান হুয়ানমেই (৫২) নামে এক চীনা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৯ জুন) সকাল ৯ টার দিকে নগরীর আশ্রাফপুরের নোয়াগাঁও চৌমুহনী এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শান হুয়ানমেই কুমিল্লা ইপিজেডে পি.ওয়াই গার্মেন্টসে চাকরি করতেন। বিষয়টি নিশ্চিত করে কুমিল্লায় ই‌পি‌জেডের ফাঁড়ি ইনচার্জ কবির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোক করে ওই চীনা নারী মৃত্যুবরণ করেছেন। বিস্তারিত জেনে পরে জানানো হবে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নগরীর নোয়াগাঁও চৌমুহনী বিসমিল্লাহ হাউজ নামের ভবনের ৩য় তলায় চীনা নাগরিকদের সাথে তিনি থাকতেন। আজ (শনিবার) সকাল সাড়ে ৮ টায় সহকর্মীরা অফিসে যাওয়ার জন্য ডাক দিলে দরজা বন্ধ দেখে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন। ফাঁড়ি ইনচার্জ কবির হোসেন বলেন, ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপতালে মরদেহ পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতের স্বামী চীন থেকে রওনা দিয়েছেন, স্বামী আসার পর সিদ্ধান্ত হবে লাশ কোথায় পাঠানো হবে। আরও পড়ুন: নাচোলে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত  
Moon Times News সর্বশেষ সংবাদ পেতে (Google News) অনুসরণ করুন