চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনে কাটা পড়ে আব্দুস শামিম (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার কসবা ইউনিয়নের আখিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হচ্ছে, উপজেলার কসবা ইউনিয়নের আখিলা গ্রামের আলতাফ হোসেন এর ছেলে আব্দুস শামিম (৪৫)।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন,'রাত ২টার দিকে ঘর থেকে বের হয়ে বাড়ির পাশেই রেললাইনের পাশে হাঁটাহাঁটি করছিলেন আব্দুস শামিম। এ সময় রাজশাহী থেকে রহনপুরগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লেগে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।'
ওসি আরও বলেন,'খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হয়েছে।
আরও পড়ুন: শাহজাদপুরে ভাসুর কর্তৃক গৃহবধূকে কুপিয়ে জখম: গ্রেফতার ১
মতামত