বাশেঁর খুটির মধ্যে অভিনব কায়দায় পাচার করা হচ্ছিলো বিপুল পরিমান গাঁজা। খবর পেয়ে র্যাব-১২ ও র্যাব-১ এর সদস্যরা চেকপোস্ট বসিয়ে ৫৭ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে।
শুক্রবার বিকেলে ঢাকা-রংপুর মহাসড়কের সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন, কুমিল্লা জেলার দ্বেবীদার থানার পুয়াবাড়ি মহল্লার আলী আশরাফ এর ছেলে আল-আমিন (২৫), হোসেনপুর এলাকার লোকমান হোসেনের ছেলে সাব্বির হোসেন (১৯) এবং মোরশেদের ছেলে আনিছ আহম্মেদ (২৩)।
শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ ইলিয়াস হোসেন। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানাধীন সয়দাবাদ এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি বলেরো পিকআপ থেকে অভিনব কায়দায় বাশেঁর খুটির মধ্যে থেকে বস্তাবন্দি অবস্থায় ৫৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর উদ্ধার হওয়া আলামতসহ তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাব।
আরও পড়ুন: নান্দাইলে রানা হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন
মতামত