সারাদেশ

নরসিংদীর মনোহরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা -ছেলের মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা -ছেলের মৃত্যু

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৮ জুন ২০২৪, রাত ১১:১৬

নরসিংদীর মনোহরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮জুন) দুপুর ৩টার দিকে উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের উত্তর চরমান্দালিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই এলাকার মৃত মান্নানের স্ত্রী ওহিদা (৫৭) ও তার ছেলে ওমর ফারুক (৩৭)। নিহত ওমর ফারুক পেশায় একজন মাছ ব্যবসায়ী। স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ওমর ফারুক দুপুরে গোসল শেষে ভেজা লুঙ্গি লোহার জিআই তারে শুকাতে দিতে গেলে বিদ্যুতায়িত হয়ে যায়। এসময় বিদ্যুৎস্পৃষ্টে ছটফট করতে থাকে ওমর ফারুক। বিষয়টি দেখতে পেরে ওমর ফারুককে বাঁচাতে যান তার মা ওহিদা বেগম। এতে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। চরমান্দালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছ উদ্দিন শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'ঘটনাটি মর্মান্তিক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।' আরও পড়ুন: নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালকের মৃত্যু  
Moon Times News সর্বশেষ সংবাদ পেতে (Google News) অনুসরণ করুন