সারাদেশ

সিংড়ায় আ.লীগের প্রবীণ নেতৃবৃন্দকে সংবর্ধনা ও মরণোত্তর সন্মাননা দিলেন প্রতিমন্ত্রী পলক

সিংড়ায় আ.লীগের প্রবীণ নেতৃবৃন্দকে সংবর্ধনা ও মরণোত্তর সন্মাননা দিলেন প্রতিমন্ত্রী পলক

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৮ জুন ২০২৪, রাত ১১:০০

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে নাটোর জেলা আওয়ামী লীগের ২৩১ জন প্রবীণ  নেতৃবৃন্দকে সংবর্ধনা ও ৬৩জন কে মরণোত্তর সন্মননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
সিংড়া  উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীর উদ্যোগে শুক্রবার (২৮ জুন) বিকাল ৪ টায় সিংড়া সরকারী গোডাউন চত্বরে এসব প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল হোসেন। এছাড়া অনুষ্ঠানে ৭৫ জন নারী কর্মীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুত্তিযোদ্ধা এডভোকেট সিরাজুল ইসলাম, নাটোর জেলা পরিষদের সভাপতি এডভোকেট সাজেদুর রহমান খাঁন সহ স্থানীয় নেতৃবৃন্দ। আরও পড়ুন: তাড়াশে ফুল সজ্জিত ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায়  
Moon Times News সর্বশেষ সংবাদ পেতে (Google News) অনুসরণ করুন