সারাদেশ

ডোমার জোড়াবাড়ীতে ইদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা

ডোমার জোড়াবাড়ীতে ইদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৮ জুন ২০২৪, রাত ১০:০৭

ইদ মানে আনন্দ, ইদ মানে খুশি। আর এই আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে ডোমার উপজেলার জোড়াবাড়ীতে ইদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ শে জুন) সন্ধায় উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নে নেক্সট জেন নেক্সাস ক্লাবের আয়োজনে মিরজাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৪নং জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখওয়াৎ হাবীব বাবু। মিরজাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি রাকিব হাচানের সার্বিক সহযোগিতায়,সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক আনোয়ার হোসেন। এসময় মনোমুগ্ধকর অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন- স্বাস্থ্য সহকারী আনজারুল হক মিলন, ইউপি সদস্য আব্দুল খালেক, সংরক্ষিত মহিলা সদস্য খাদিজা জাহান হ্যাপি,সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক,বিশিষ্ট সমাজসেবক বাবুল হোসেন,হারুন অর রশিদ রবি,মিজানুর রহমান,মনিরুজ্জামান আপন প্রামানিক,মিষ্টার আলী,রফিকুল ইসলাম পুটুল,শফিকুল ইসলাম সাবলু,হাসান আলী প্রমুখ সহ ক্লাবের সদস্যবৃন্দ আয়োজক কমিটির আহবায়ক ও নেক্সট জেন নেক্সাস ক্লাবের সভাপতি শাহিন ইসলাম জানান, ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে এবং সকল হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবাই যেন মিলেমিশে থাকতে পারে, বর্তমান যুব সমাজ যাতে মাদক,জুয়ার দিকে ধাপিত না হয়, সে জন্যই তারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। উল্লেখ্য আলোচনা শেষে সংগীত পরিচালনা করেন নীলফামারীর ঐতিহ্যবাহী হৈ চৈ ব্যান্ড ও নৃত্য পরিচালনা করেন নৃত্যছন্দ দল বগুড়া সহ স্থানীয় শিল্পীবৃন্দ। আরও পড়ুন: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পরিকল্পনা ও উন্নয়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত  
Moon Times News সর্বশেষ সংবাদ পেতে (Google News) অনুসরণ করুন