নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলের চরমধুয়া ইউনিয়নে রক্ষা বাঁধে আবারো ভাঙন দেখা দিয়েছে।
আজ শুক্রবার (২৮ জুন) সকাল ৮টা থেকে শুরু হয়ে সাড়ে ৯টা পর্যন্ত চলা ভাঙনে বাঁধের ৭০ মিটার অংশ মেঘনা নদীতে বিলীন হয়ে গেছে। এতে হুমকিতে রয়েছে বাঁধসংলগ্ন সরকারি স্থাপনা, ফসলি জমিসহ কয়েক শ পরিবার।
পরে বাঁধ এলাকা পরিদর্শনে আসেন সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন ব্রিগেড ও নরসিংদী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা। এ সময় তাঁরা বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের নিদের্শনা দেন।
নরসিংদী পাউবোর সহকারি প্রকৌশলী শাহাবুদ্দিন আহমেদ মুঠোফোনে জানান, ৭০ মিটারের মতো বাঁধ নদীতে বিলীন হয়ে গেছে। বাঁধটি নির্মাণ করেন সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন ব্রিগেড। আগামী এক বছরের মধ্যে বাঁধ ক্ষতিগ্রস্ত হলে তারাই মেরামত করবে। খবর পেয়ে আজ সকালে নরসিংদী পানি উন্নয়ন বোর্ড ও সেনা বাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন ব্রিগেড কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন শেষে মেরামতের নির্দেশনা দেন বলে জানান তিনি।
চর মধুয়া ইউপি চেয়ারম্যান আহসান শিকদার জানান, গত বছর বাঁধের নির্মাণ কাজ শেষ হয়। আজ সকালে প্রচল স্রোতে জিও ব্যাগ, সিসিব্লকসহ বাঁধের তিন বিঘার মতো অংশ ভেঙে যায়।
এ সময় এলাকাবাসী ভীত হয়ে পড়েন। মূলত পানি বৃদ্ধি ও স্রোতের কারণে নিচের বালু সরে যাওয়ায় এমন ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের কারণে চরমধুয়া এলাকার বসতভিটা,ফসলি জমিসহ কয়েক শত পরিবার হুমকির মধ্যে পড়েছে। ক্ষতিগ্রস্ত বাঁধটি দ্রুত নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান তিনি।
আরও পড়ুন:
শরণখোলায় ভয়াবহ অগ্নিকাণ্ড ২০ দোকান পুড়ে ভস্মীভূত
মতামত