বাগেরহাট শরণখোলায় বাদল চত্তর (পাঁচ রাস্তা) সংলগ্ন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাত সোয়া ১০ টা নাগাদ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে বাজারের মিষ্টির দোকান, মুদি দোকান, ফার্মেসী, ইলেকট্রনিকস, প্লাস্টিক পণ্যসহ প্রায় ২০ টি দোকান পুড়ে ভস্মিভূত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন বেলায়েতের মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। শরণখোলা ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ঘণ্টা ব্যাপী চেষ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি। রাত ১১ টা নাগাদ মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিট পৌছায় এবং বৃষ্টি শুরু হলে সারে ১১ টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
রায়েন্দা বাজার কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবুল শুরুতে আগুন নিয়ন্ত্রণে না আসার কারণ হিসেবে ফায়ার সার্ভিসের গাফিলতিকে দায়ী করেন। তার ধারনা আগুনে বাজারের অন্তত দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। একই সঙ্গে তিনি সরকারের কাছে ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দাবী করেন।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ এএইচএম কামরুজ্জামান খাঁন, সহকারী পুলিশ সুপার (সার্কেল) আশিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
শরণখোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার মো: আফতাব ই আলম বলেন,'আগুন নিয়ন্ত্রণে তাদের টিম সক্রিয় ছিলো, আগুন এখন পূর্ণ নিয়ন্ত্রণে।'
আরও পড়ুন:
গৌরনদীতে তিনটি সড়ক দুর্ঘটনায় আহত -২৫
মতামত