সারাদেশ

গৌরনদীতে তিনটি সড়ক দুর্ঘটনায় আহত -২৫

গৌরনদীতে  তিনটি সড়ক দুর্ঘটনায় আহত -২৫

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৭ জুন ২০২৪, সন্ধ্যা ৭:০৩

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলায় মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে তিনটি সড়ক দূর্ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানিয়েছেন,বেলা সাড়ে এগারোটার দিকে প্রথমে মহাসড়কের আশোকাঠী প্রশিকা অফিসের সামনে বরিশালগামী অন্তরা পরিবহন এবং ঢাকাগামী আল-আমিন পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ১২ যাত্রী গুরুত্বর আহত হয়। কিছু সময় পর পরই মহাসড়কের বিজয়পুর নামক এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন ও গৌরনদী-পয়সারহাট সড়কের মোল্লাবাড়ি বাসস্টান্ডের পশ্চিম পাশে গোল্ডেন লাইন পরিবহন এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছেন। গুরুত্বর আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ ও অন্যান্যদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Moon Times News সর্বশেষ সংবাদ পেতে (Google News) অনুসরণ করুন