সারাদেশ

ঈশ্বরদী উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানের প্রথম সভা অনুষ্ঠিত

ঈশ্বরদী উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানের প্রথম সভা অনুষ্ঠিত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৬ জুন ২০২৪, রাত ১০:৫৪

ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপে পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ। এমদাদুল হক রানা সরদারের সভাপতিত্বে, উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খাঁন, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী এনামুল কবির, কৃষি কর্মকর্তা মিতা সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম, ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণ সহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ। প্রথম সভায় উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান গণ উপজেলাকে একটি স্মার্ট উপজেলায় পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।