সারাদেশ

ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত তরুণের মৃত্যু

ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত তরুণের মৃত্যু

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৬ জুন ২০২৪, রাত ৯:৩০

পাবনার ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (১৭) এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে ঈশ্বরদী শহরের লোকোমোটিভ ডিজেল কারখানার এলকায় খুলনাগামী আন্তঃনগর সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার ওসি হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে রাজশাহী থেকে ছেড়ে খুলনাগামী ‘সাগরদাঁড়ি এক্সপ্রেস’ ঈশ্বরদী বাইপাস স্টেশন অতিক্রম করে ঈশ্বরদী জাংশন স্টেশনের অভিমুখে আসছিল। এ সময় রেললাইনের ওপর এক অজ্ঞাত তরুণ শুয়েছিলেন। বিষয়টি ট্রেনের চালক দেখতে পেয়ে হুঁইসেল বাজাতে থাকেন। এ সময় ওই তরুণ অচেতন অবস্থায় তাড়াহুড়ো করে রেললাইন থেকে দ্রুত সরে যাওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে। ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার ওসি হাবিবুর রহমান জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর ‘সাগরদাঁড়ি এক্সপ্রেস’ এর ধাক্কায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। আমরা তরুণের লাশ উদ্ধার করেছি। নিহতের নাম-পরিচয় এখনো মেলেনি। তবে তার ডান হাতে ‘জিয়া’ লেখা রয়েছে। আমরা পরিচয় উদ্ঘাটনের চেষ্টা করছি। আরও পড়ুন: নওগাঁয় ভূটভূটির ধাক্কায় আওয়ামীলীগের নেতা আব্দুল কাদের মরর্মান্তিক মৃত্যু  
Moon Times News সর্বশেষ সংবাদ পেতে (Google News) অনুসরণ করুন