ফরিদপুরের সালথা উপজেলাকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে দেশের মধ্য শ্রেষ্ঠ উপজেলা ও সালথা প্রেস ক্লাবকে আধুনিক প্রেসক্লাব গঠনের ঘোষণা দিলেন সালথা উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর।
টানা দ্বিতীয় বার সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে শপথগ্রহনের পর বুধবার (২৬ জুন) বিকেলে উপজেলা চেয়ারম্যানের নিজ কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
এ সময় তিনি বলেন, আমি দুর্নীতি প্রতিরোধে থাকব আপসহীন। আমি যেহেতু দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত নই, সেহেতু কোনো প্রকার দুর্নীতিকে প্রশ্রয় দেব না। তাই সার্বিক উন্নয়নসহ স্মার্ট উপজেলা গড়তে স্থানীয় সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীর পরামর্শ নিয়ে সালথা উপজেলাকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে ও মডেল উপজেলা হিসেবে দেশের মধ্য শ্রেষ্ঠ উপজেলা হিসেবে পরিচিতি পেতে যা যা করার দরকার আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে তাই করব।
কাইজা-সংঘর্ষ মুক্ত করতে সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর বলেন, কাইজা-সংঘর্ষ রোধে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে পড়ালেখার পাশাপাশি শরীর চর্চা ও খেলাধুলায় মনোযোগী করতে আমি ইতিমধ্য উপজেলার সবগুলো বিদ্যালয় ও মাদরাসায় খেলাধুলার সামগ্রী পৌঁছে দিচ্ছি ও প্রতিটি এলাকায় শান্তির বার্তা ছড়িয়ে দিতে আমি কাজ করে যাচ্ছি। আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমি সালথাকে কাইজা সংঘর্ষ মুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে পারব।
সালথা প্রেসক্লাবের সভাপতি মো. সেলিম মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক আবু নাসের হুসাইন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনির মোল্লা, সহ-সভাপতি হারুন অর রশিদ, রেজাউল করিম, মো. সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, সাংবাদিক এফ এম জাহাঙ্গীর আলম শাহজাহান, মজিবুর রহমান, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম মারুফ, দপ্তর সম্পাদক জাকির হোসেন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পারভেজ মিয়া, কার্যকরী সদস্য এম কিউ হুসাইন বুলবুল, মোশারফ মিয়া, আরিফুল ইসলাম, সদস্য লিয়াকত আলী, মোশারফ হোসেন, বিধান মন্ডল, শরিফুল হাসান, আকাশ সাহা প্রমূখ।
এ সময় তিনি আরো বলেন এলাকার উন্নয়নের ধারা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর।
আরও পড়ুন:
‘নো হেলমেট, নো ফুয়েল’ বাস্তবায়নে পাটগ্রামে মাঠে ট্রাফিক পুলিশ
মতামত