সারাদেশ

ভাঙা হচ্ছে সেই অবৈধ ৭তলা ভবন

ভাঙা হচ্ছে সেই অবৈধ ৭তলা ভবন

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৬ জুন ২০২৪, রাত ৯:০১

গত ২৭ মে কুমিল্লা নগরীর নূর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পার্শ্ববর্তী নির্মাণাধীন অবৈধ বহুতল ভবনের দেয়াল ধসে স্কুল ছাত্র নিহতের ঘটনায় সিটি কর্পোরেশনের মেয়র ডা. তাহসিন বাহারের প্রতিশ্রুতি অনুযায়ী ভবনটি ভেঙে ফেলা হচ্ছে।
সোমবার (২৪ জুন) দুপুরে কুমিল্লা সিটি কর্পোরেশন ও কুমিল্লা জেলা প্রশাসনের যৌথ অভিযানে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।  এর আগে এই ঘটনার পর কুসিক মেয়র প্রতিশ্রুতি দেন যে, কুমিল্লা শহরে কোনো অবৈধ ভবন নির্মাণ করা যাবে না। এর ধারাবাহিকতায় এই অবৈধ ভবন উচ্ছেদের মাধ্যমে অভিযান শুরু হয়।উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রকৌশলী তোফাজ্জল হোসেন। তিনি জানান, ওই ভবনের ছাদ থেকে পিলারের একটি অংশ পড়ে পাশের স্কুলের এক শিক্ষার্থী নিহত হয়। এই ঘটনাটিকে আমলে নিয়ে পৃথক তদন্ত কমিটি যে রিপোর্ট দেয় তার ভিত্তিতে নিরাপত্তা নীতি না মানায় নকশার অনুমোদন বাতিল করে ভবনটি উচ্ছেদ করার সিদ্ধান্ত নিয়েছে সিটি কর্পোরেশন। এর আগেও এই ভবনটিকে তিনবার নোটিশ করা হয়েছিল যাতে তারা নিরাপত্তা নীতি মেনে ভবন নির্মাণ কাজ পরিচালনা করে। তারা সেটি কখনোই মানেনি। উচ্ছেদ অভিযান পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ রেফাইদ আবিদ জানান, ভবনটির ছয়তলা নির্মাণের অনুমোদন ছিলো, তারা অনুমোদনবিহীনভাবে সাততলা ভবন নির্মাণ করছিলো। এ ছাড়া তাদের কোন নিরাপত্তা বেষ্টনী ছিল না। অন্যদিকে ভবনের পাশে যেটুকু জায়গা ছেড়ে ভবন নির্মাণের কথা ছিল তারা সেটি করেননি। যে কারণে তাদের বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ভবনটি উচ্ছেদের জন্য ব্যবস্থা নিয়েছে সিটি কর্পোরেশন। আরও পড়ুন: ‘নো হেলমেট, নো ফুয়েল’ বাস্তবায়নে পাটগ্রামে মাঠে ট্রাফিক পুলিশ  
Moon Times News সর্বশেষ সংবাদ পেতে (Google News) অনুসরণ করুন