সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় হঠাৎ তীব্র লোডশেডিং, জনভোগান্তি চরমে

ব্রাহ্মণবাড়িয়ায় হঠাৎ তীব্র লোডশেডিং, জনভোগান্তি চরমে

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৬ জুন ২০২৪, দুপুর ১২:৪৫

ব্রাহ্মণবাড়িয়ায় হঠাৎ করে লোডশেডিং তীব্র আকার ধারণ করেছে।
গতকাল মঙ্গলবার (২৫ জুন) থেকে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় এই চিত্র দেখা গেছে। ইতোপূর্বে মাঝে মাঝে বিদ্যুৎ চলে গেলেও তা দীর্ঘস্থায়ী হতো না। তবে গতকাল সোমবার থেকে দিনের বিভিন্ন সময়ে হঠাৎ করে দীর্ঘ সময়ের জন্য বিদ্যুৎ চলে যাচ্ছে। এতে দিনের লম্বা সময় লোডশেডিং এর ফাঁদে পড়েছে নগরবাসী। তীব্র গরমে মানুষ যখন নাজেহাল, এমন অবস্থায় এই লোড শেডিং যেন মরার উপর খাঁড়ার ঘা। বিশেষ করে শিশু, বয়স্ক মানুষ, এবং অসুস্থরা সীমাহীন ভোগান্তিতে পড়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সবুজ কান্তি মজুমদার জানান, 'গতকাল থেকে লোড শেডিং শুরু হয়েছে। সন্ধ্যার পর থেকে লোডশেডিং এর মাত্রা বেড়েছে। গতকাল থেকে চাহিদার তুলনায় বিদ্যুতের সরবরাহ কম হওয়ায় লোড শেডিং করতে হচ্ছে। কবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে তা এখনই বলা যাচ্ছে না।' আরও পড়ুন: মেলান্দহে ২৬ কেজি গাঁজাসহ আটক ১  
Moon Times News সর্বশেষ সংবাদ পেতে (Google News) অনুসরণ করুন