জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় দেশীয় চোলাই মদ ও তৈরীর উপকরণ সহ ৬ মাদক কারবারীকে আটক করেছে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট৷
আটককৃতরা হলো, উপজেলার বীরনগর এলাকার শ্যামল সিংহ (২৬), অনিল সিংহ (২৬),। শ্রী গজন সিংহ (৫০), শ্রী ভজন সিংহ (৬৫),শ্রী বিজয় রবি দাস (২০), শ্রী নিরাকা সিংহ (৪০) উভয়ের গ্রাম বীরনগর সিংহপাড়া।
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্প এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৩এপ্রিল) সকাল পৌনে আটটায় শ্রী শ্যামল সিংহ এর নিজ বসত বাড়ি থেকে ১০৪০ লিটার চোলাই মদ মজুদ করায় তাদেরকে আটক করতে সক্ষম হয় ও মাদক তৈরীর বিভিন্ন উপকরণ সামগ্রী আটক করা হয়েছে। এর সাথে জড়িত থাকা ৬ মাদক কারবারীকে আটক করা হয়। মদের প্রয়োজনীয় আলামত সংগ্রহের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী উদ্ধারকৃত অবশিষ্ট চোলাই মদ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।
মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫,সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। পরবতর্ীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় মামলা রুজু করা হয়েছে।
মতামত