সারাদেশ

কুমিল্লায় ৩০ কেজি গাঁজা, ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লায় ৩০ কেজি গাঁজা, ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৫ জুন ২০২৪, রাত ৯:১৬

কোতয়ালী মডেল থানাধীন ৪ নং আমড়াতলী ইউপিস্থ পালপাড়া ব্রীজের উত্তর পাড় রেন্টি কড়ুই গাছ সংলগ্ন শাসনগাছা টু বুড়িচং গামী পাকা রাস্তার উপর ৩০ কেজি গাঁজা ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গোপন সংবাদের ভিত্তিতে ০১জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে কুমিল্লা কোতয়ালী মডেল থানার পুলিশ।
জানা যায়, ২৫ জুলাই দুপুরে এসআই (নি:) শেখ মফিজুর রহমান,কোতয়ালী মডেল থানা,কুমিল্লা সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে কোতয়ালী মডেল থানাধীন ৪ নং আমড়াতলী ইউপিস্থ পালপাড়া ব্রীজের উত্তর পাড় রেন্টি কড়ুই গাছ সংলগ্ন শাসনগাছা টু বুড়িচং গামী পাকা রাস্তার উপর হতে ৩০ কেজি গাঁজা,১০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ পারভীন আক্তার(২৫) নামে নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়,গ্রেফতারকৃত আসামী পারভীন আক্তার(২৫), পিতা-মৃত আলী হোসেন প্রঃ আবুল কাশেম, মাতা-আমেনা খাতুন প্রঃ রেহেনা খাতুন, স্বামী মোঃ হানিফ,স্থায়ী: (দক্ষিন সুজানগর(মাষ্টার বাড়ী), বৌয়ারা বাজার) , উপজেলা/থানা- কুমিল্লা সদর দক্ষিণ, জেলা –কুমিল্লা। আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। কুমিল্লা কোতয়ারী মডেল থানার ওসি ফিরোজ হোসেন বলেন,যারা মাদক ব্যবসা করছেন এবং এর সঙ্গে জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী দুজনই সমান অপরাধী। তিনি আরও বলেন, ‘মাদকমুক্ত সমাজ গঠন করতে হলে পুলিশের একার পক্ষে সম্ভব নয়, সবাই একত্রিত হয়ে কাজ করতে হবে। এ জন্য আপনারা পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন। তাহলে পুলিশের কাজ করা সহজ হবে।’ এসআই (নি:) শেখ মফিজুর রহমান জানান,“মাদকের নেশা সর্বনাশা” বর্তমান নতুন প্রজন্মের ছেলেমেয়েদের কাছে মাদকাসক্তি যেন অভিশাপ হয়ে নেমে এসেছে। প্রতিদিনই মাদক সেবন বা মাদক পাচার-সহ অপরাধমূলক কাজকর্মের জন্য একাধিক ব্যক্তিকেও আটক করা হয় থানায়। তিনি বলেন,ফেনসিডিল, রিকোডেক্স সিরাপ,মদ,হুইস্কি,বিয়ার বোতল ঢুকিয়ে আনা হচ্ছে। লেপ, তোষক ও বালিশের ভেতর করে আসছে গাঁজা ও অন্যান্য মাদক। পুরুষের মাথায় পরা টুপির ভেতরে আনা হচ্ছে ছোট আকারের নেশা জাতীয় দ্রব্য। পুরুষ ও মহিলাদের কাপড়ের নিচে, শরীরে বাঁধা (চোরাচালের ভাষায় বডি ফিটিং) অবস্থায় মহিলাদের বোরখা, পেটিকোটের ভেতর বিশেষ পকেটে করে আসছে মাদক। এ ছাড়াও বাজারের ব্যাগে করেও আসছে এ সব মাদক দ্রব্য। প্রতিদিনই পরিবর্তিত হচ্ছে মাদক পাচারের ধরণ।

আরও পড়ুন: সালথায় সমাধির ৪৬ দিন পর স্কুল ছাত্রের মরদেহ উত্তোলন  

Moon Times News সর্বশেষ সংবাদ পেতে (Google News) অনুসরণ করুন