সারাদেশ

মেলান্দহে ২৬ কেজি গাঁজাসহ আটক ১

মেলান্দহে ২৬ কেজি গাঁজাসহ আটক ১

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৫ জুন ২০২৪, রাত ৯:০৮

জামালপুরের মেলান্দহে গোয়াল ঘর থেকে ২৬ কেজি গাঁজাসহ লাল মিয়া নামে এক মাদককারবারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর।
সোমবার (২৫ জুন) সন্ধা সাড়ে ৬টায় উপজেলার নাংলা ইউনিয়নের চারাইলদার এলাকায় অভিনব কায়দায় প্লাস্টিকের বস্তার ভিতর রক্ষিত ২৬ কেজি গাঁজা'সহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ লাল মিয়া ওরফে লালু (৬২) উপজেলার নাংলা ইউনিয়নের মৃত আব্দুল খালেক সরকারের ছেলে। জানা যায়, এক মাদককারবারী মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে উপজেলার চারাইলদার মাদক কারবারি মোঃ লাল মিয়া ওরফে লালু(৬২) এর বড় ভাই মৃত হাবিবুর রহমান এর গোয়াল ঘরের বারান্দায় সাদা প্লাস্টিকের বস্তার ভিতরে রেখেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৫ জুন) সন্ধা সাড়ে ৬টায় র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি চৌকস দলের মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় মাদক ব্যবসায়ী গোয়াল ঘরের বারান্দায় সাদা প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ২৬ (ছাব্বিশ) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক অবৈধ বাজার মূল্য ৭,৮০,০০০/- টাকা গাঁজাগুলো বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রেখেছিল মর্মে স্বেচ্ছায় স্বীকার করেছে অভিযুক্ত। র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ আব্দুর রাজ্জাক জানান, আটককৃত লাল মিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে জানা যায়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ বিষয়ে আটকৃত আসামীর বিরুদ্ধে মেলান্দহ থানায় মামলা দায়ের করে আসামী হস্তান্তর করা হয়েছে। আরও পড়ুন: নরসিংদীতে শিশুর লাশ উদ্ধার, আটক-৩  
Moon Times News সর্বশেষ সংবাদ পেতে (Google News) অনুসরণ করুন