সুনামগঞ্জে বিজিবি'র সহায়তায় ও জাতীয় ভুমিহীন অধিকার সোসাইটি'র উদ্যেগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়।
২৩ জুন রবিবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের গুচ্ছগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের জন্য শুকনো খাবার, চিড়া, গুর,ওর সেলাইন ও পানি বিশুদ্ধ ওষুধ বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা হারিছ উদ্দীন ও জাতীয় ভুমিহীন অধিকার সোসাইটি সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি এম এ ওয়াদুদ ও গুচ্ছ গ্রাম জামে মসজিদ এর ক্যাশিয়ার রেজু সহ আরও অনেক।
জাতীয় ভুমিহীন অধিকার সোসাইটির সভাপতি এম এ ওয়াদুদ বলেন, সুনামগঞ্জ ২৮ বিজিবি'র সহায়তায় আমাদের সংগঠনে অসহায় মানুষদের জন্য চিড়া গুর দিয়েছেন।আমরা অসহায় মানুষদের মধ্যে বিতরণ করে দিয়েছি। ত্রাণ পেয়ে খুশি অসহায় মানুষরা।। তিনি আরও বলেন আমাদের এ কাজ অব্যাহত থাকবে। সেই সঙ্গে সমাজের বিত্তশালী মানুষের কাছে আহ্বান থাকবে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর।
আরও পড়ুন: বগুড়ায় রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের উদ্যোগে বিভিন্ন সামগ্রী বিতরণ
মুন টাইমস নিউজের সর্বশেষ সংবাদ পড়তে Google News অনুসরণ করুন
মতামত