মোংলায় ভিটিআরটি ও বাঘবন্ধু দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়েছে।
সোমবার (২৪ জুন) সকাল ৯টায় সুন্দরবন সংলগ্ন চাঁদপাই রেঞ্জের জয়মনি ওয়াল্ডটিম কনজারভেশন বায়োলজি সেন্টারে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। এ প্রশিক্ষণে ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি)'র ৭৬ জন বাঘবন্ধু ও ১৩ জন সদস্য অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের মূল বিষয় ছিল বন্যপ্রাণী উদ্ধার ও অবমুক্ত করা,বন আইন,প্লাস্টিক দূষণ, সুন্দরবনের বায়ো ডাইভারসিটি এর বর্তমান পরিস্থিতি,ভিটিআরটির প্রয়োজনীয়তা,পাবলিক স্পিকিং, মানুষ এবং বন্যপ্রানী দন্দ নিরসনের উপর প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও এ প্রশিক্ষণে বিভিন্ন শিক্ষামূলক খেলার প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এ সময় চাঁদপাই ষ্টেশন কর্মকর্তা শেখ মোঃ আনিসুর রহমান,এসিসট্যান্ট কো-অর্ডিনেটর ওয়াইল্ডটিম মোঃ আবু জাফর, প্রোগ্রাম অফিসার মোঃ সাইফুল ইসলাম, চিলা ইউপি সদস্য মোঃ নাজমুল হাওলাদার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
শাহজাদপুরে সাতদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন
মুন টাইমস নিউজের সর্বশেষ সংবাদ পড়তে Google News অনুসরণ করুন
মতামত