সারাদেশ

ঝিনাইদহে আর্থিক সহায়তার চেক বিতরণ

ঝিনাইদহে আর্থিক সহায়তার চেক বিতরণ

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৪ জুন ২০২৪, রাত ৯:৪৯

ঝিনাইদহে সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়নাধীন ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার বিকালে সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সদর উপজেলা অডিটোরিয়ামে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মাসুম। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান এনামুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান বর্ষা মীর, সমাজ সেবা কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিক, মৎস্য কর্মকর্তা গোলাম সরওয়ার, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদসহ আরও অনেকে। এসময় সদর উপজেলার বিভিন্ন গ্রামের ১২ জন রোগীর মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ৬ লক্ষ টাকার এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। আরও পড়ুন: শাহজাদপুরে সাতদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন  
মুন টাইমস নিউজের সর্বশেষ সংবাদ পড়তে Google News অনুসরণ করুন