সারাদেশ

সিরাজগঞ্জে ট্রাক চাপায় প্রাইভেট কারের এক যাত্রী নিহত, আহত ৩

সিরাজগঞ্জে ট্রাক চাপায় প্রাইভেট কারের এক যাত্রী নিহত, আহত ৩

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৪ জুন ২০২৪, সন্ধ্যা ৭:৩০

সিরাজগঞ্জের ঝাঐল এলাকায় ট্রাকচাপায় প্রাইভেট কারের এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও তিন জন।
নিহতের নাম রওনক জেরীন পিংকি। আহত হয়েছেন রওনকের স্বামী অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ। তিনি সুপ্রিমকোটের্র আইনজীবী। তাঁর বাড়ি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার মধ্যপাড়া গ্রামে। আহত অপর দুই জন হলো তাদের শিশু কন্যা। এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, আজ সোমবার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঐল এলাকায় ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারকে চাপা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলে রওনক জেরীন পিংকি নামে এক নারী নিহত হন। এ সময় আহত হন তাঁর স্বামী এবং দুই শিশু কন্যা। ঈদের ছুটি শেষে তারা দেবীগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছিলেন। পথে এই দুর্ঘটনা ঘটে। অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী আরও বলেন, আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। রওনকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার এবং ট্রাকটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় রাখা হয়েছে। তবে চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। আরও পড়ুন: গৌরনদীর বাটাজোরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক ও মাছ বিক্রেতা নিহত  
মুন টাইমস নিউজের সর্বশেষ সংবাদ পড়তে Google News অনুসরণ করুন