সারাদেশ

অসময়ে পেঁয়াজ চাষ করে বিপাকে কৃষক

অসময়ে পেঁয়াজ চাষ করে বিপাকে কৃষক

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৪ জুন ২০২৪, বিকাল ৫:৪৩

বছরখানেক ধরে বাজারে পেঁয়াজের দাম বেপরোয়া। তাই ভালো দাম পাওয়ায় আশায় পাটের পুরো মৌসুমে পেঁয়াজ আবাদ করেছেন ফরিদপুরের সালথা উপজেলার কয়েকজন কৃষক।
তবে পাটচাষ না করে পেঁয়াজ আবাদ করে পুরোই ধরা খেয়েছেন একাধিক কৃষক। বেশিরভাগ কৃষকের জমির পেঁয়াজের ফলন ভালো হয়নি। সময় চলে গেলেও এখনো বড় হয়নি পেঁয়াজের (বাল্ব) গুটি। আবার কারো কারো জমিতে পেঁয়াজের গুঁটি নামেনিই। তবে ২-৩ জন কৃষকের পেঁয়াজ ভাল হয়েছে বলে জানা গেছে। জানা গেছে, সালথায় অন্তত ১০ একর পাটের জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ করা হয়েছে। শীতকালে পেঁয়াজ আবাদের সঠিক সময় হলেও বর্ষা মৌসুমে তা আবাদের দিকে ঝুঁকে অনেকেই বিপাকে পড়েছেন। কৃষকরা জানিয়েছেন, যেসব চাষিরা পেঁয়াজের বীজ সরাসরি বীজ বপন করেছেন, তাদের ক্ষেতের পেঁয়াজ ভাল হচ্ছে। আর যারা বীজতলা থেকে চারা উৎপাদন করে ক্ষেতে রোপণ করেছেন, তাদের পেঁয়াজ ভাল হওয়ার সম্ভবনা নেই। উপজেলার গট্টি ইউনিয়নের দোহার গট্টি এলাকার আলিম উদ্দিন নামের এক কৃষক বলেন, ‘পেঁয়াজের দাম ভালো হওয়ায় এবার পাট চাষ না করে গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ করার সিদ্ধান্ত নেই। সে অনুযায়ী আমি চার বিঘা জমিতে পেঁয়াজ আবাদ করেছি। কিন্তু আমার ক্ষেতের পেঁয়াজ ভালো হয়নি।’ কাঠিয়ার গট্টি এলাকার বাহাউদ্দীন বলেন, ‘আমার ক্ষেতের পেঁয়াজ মোটামুটি ভালো হয়েছে। কারণ আমি সরাসরি ক্ষেতে পেঁয়াজবীজ বপন করেছিলাম। যাঁরা পেঁয়াজের বীজতলা থেকে চারা উৎপাদন করে ক্ষেতে রোপণ করেছেন তাঁদের পেঁয়াজ ভালো হয়নি। সালথা উপজেলা কৃষি কর্মকর্তা সুদর্শন শিকদার বলেন, ‘অসময়ে পেঁয়াজ আবাদ করতে হলে অবশ্যই উঁচু জমি ব্যবহার করতে হবে। কারণ বর্ষা মৌসুমে নিচু জমিতে পেঁয়াজ আবাদ করলে ক্ষেতে বৃষ্টির পানি জমে চারা নষ্ট হয়ে যায়। এবার সালথায় ১০ একর জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ হয়েছে। আরও পড়ুন: শাহজাদপুরে সাতদিন ব্যাপি কৃষি মেলার উদ্বোধন  
মুন টাইমস নিউজের সর্বশেষ সংবাদ পড়তে Google News অনুসরণ করুন